ওটিটিতে আসছেন মাহফুজ আহমেদ

মাহফুজ আহমেদ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মাহফুজ আহমেদ আসছেন ওটিটি প্লাটফর্মে। হইচইয়ের 'অদৃশ্য' ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

এই ওয়েব সিরিজে মাহফুজ আহমেদের বিপরীতে আছেন অপি করিম। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা।

ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। আগামী ৫ অক্টোবর থেকে হইচইয়ে দেখা যাবে এটি। সিরিজটি প্রযোজনা করেছে আলফা-আই।

'অদৃশ্য' ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে আনিস আহমেদকে ঘিরে। তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ। তার জীবন হঠাৎ-ই বদলে যায়। নিজেকে তিনি বন্দি অবস্থায় আবিষ্কার করেন একটি পরিত্যক্ত ঘরে।

কে বা কেন তাকে বন্দি করেছে, তার কোনো হদিস পায় না আনিস আহমেদ। তাকে খুঁজে না পাওয়ায় পুরো শহরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে মাহফুজ আহমেদ বলেন, 'স্ক্রিপ্ট পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ। তাই দর্শকদের কেমন লাগলো, তা জানার অপেক্ষায় আছি।'

অপি করিম বলেন, 'নির্মাতার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ঢাকা মেট্রো ওয়েব সিরিজের পর আবারও ওটিটিতে আমি কাজ করলাম। আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সবসময়ই আনন্দের।'

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

29m ago