ব্যালটের মাধ্যমে আবার শেখ হাসিনাকে নির্বাচিত করতে চাই: চুয়েট উপাচার্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য রফিকুল আলম বলেছেন, '১৯৭১ সালে ছাত্রসমাজ যেভাবে বিজয় ছিনিয়ে এনেছিল, আমাদেরও সেভাবে অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে চাই।'

বুধবার সকালে চুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ছাত্রলীগের এক কর্মিসভায় তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় চুয়েট উপাচার্য প্রধান অতিথি ছিলেন।

সভায় রফিকুল আলম বলেন, 'দেশি-বিদেশি অপশক্তি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার চালাচ্ছে যে মনে হয়, আমাদের দেশে কিছুই নেই। অথচ আমাদের একটি স্বাধীন–সার্বভৌম রাষ্ট্র আছে, আমাদের নিজস্ব সংবিধান আছে, বিচার বিভাগের অবকাঠামো আছে, নির্বাচন কমিশন, উন্নত শিক্ষাব্যবস্থা সবই আছে।'

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক রেজাউল করিম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ কনক, এনামুল হক তানান, জাকারিয়া দস্তগীর, তথ্য ও গবেষণা সম্পাদক মুসান্না আল গালিব, সাহিত্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাফওয়ান চৌধুরী ও উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago