চুয়েট শিক্ষার্থীদের অবরোধ, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ

বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি।
চুয়েট শিক্ষার্থীদের অবরোধ, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ
সহপাঠী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছেন চুয়েট শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত

বাসের ধাক্কায় দুই সহপাঠীর নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি।

জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের লোকজন ক্যাম্পাসে আছে, তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে।'

তিনি বলেন, 'বাসচালক এখনো গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।'

এর আগে গতকাল দুপুরে চুয়েটের দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তাওফিক হোসাইন বাসের ধাক্কায় নিহত হন। এর পরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা।

তারা দুটি বাস ক্যাম্পাসে আটকে রাখেন এবং সড়কে চলা একটি বাসে আগুন ধরিয়ে দেন।

আটক বাস দুটি উদ্ধারে এদিন সকালে পুলিশ চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাধা দেন।

Comments