সিলেটে বাড়ির ওপর টিলা ধসে শিশুর মৃত্যু

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগান এলাকায় ভারী বর্ষণে টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার একাংশ ধসে পড়লে শিশুটি চাপা পড়ে মারা যায়।  

মৃত অর্চনা ছত্রী (১১) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং চা বাগানটির শ্রমিক বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, বুলবুল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ির ভেতর ঘুমিয়ে ছিলেন। এ সময় টিলার একটি অংশ ধসে পড়লে তারা চাপা পড়েন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বুলবুল, তার স্ত্রী ও চার বছরের ছেলেকে উদ্ধার করে। প্রায় দুই ঘণ্টা পর অর্চনার মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাসরিন আক্তার বলেন, 'গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আমরা টিলা এলাকায় বসবাসকারীদের সতর্ক করেছি। এর মধ্যেই ঘটনাটি ঘটল।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago