মানি লন্ডারিং: দেশ টিভির আরিফ হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চেয়েছে সুপ্রিম কোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ১৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আদালতে জমা দিতে বলেছেন সুপ্রিম কোর্ট।

আরিফ হাসান ও তার প্রতিষ্ঠান হাসান টেলিকমের জব্দ করা ১৫টি ব্যাংক হিসাব খালাসে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা রিট আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, রিট আবেদনের শুনানি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সন্দেহজনক লেনদেনের কারণে ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

আরিফ হাসানের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। মহানগর দায়রা জজের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন আরিফ হাসান।

গত বছরের ২৭ জুলাই আপিলটি অকার্যকর (অকার্যকর) হয়েছে উল্লেখ করে আপিল খারিজ করে দিলেও ব্যাংক হিসাব খালাসের নির্দেশ দেন হাইকোর্ট।

Comments

The Daily Star  | English

Govt scraps Cyber Security Act

The decision has been taken in a meeting at the Chief Adviser's Office in the capital's Tejgaon area.

Now