আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে: তথ্যমন্ত্রী

আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগামী ১০০ দিন দেশ পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কারণ হিসেবে তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশটা বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে।

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, 'দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াত বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। তারা ক্ষমতায় যেতে চায় তা কিন্তু নয়। তারা জানে নির্বাচন হলেও তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভবপর নয়। তারা যে পানিটা ঘোলা করার চেষ্টা করছে, সেখানে মাছ তারা শিকার করতে পারবে না। মাছ শিকার করবে অন্যরা, সেটিও তারা জানে।'

তিনি বলেন, 'তাদের উদ্দেশ্য হচ্ছে, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা আর বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দেওয়া। দেশের সম্পদটাও তুলে দেওয়া। আমি অবাক বিস্ময়ে লক্ষ করলাম, যখন নির্বাচন আসে তখন বিএনপি-জামায়াত ধর্মাশ্রয়ী রাজনীতি করে। সেই বিএনপি-জামায়াতের মুখে একটি কথা নেই; আজকে যে ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে—সে নিয়ে একটি কথা নেই। আর তারেক জিয়া নির্দেশ দেয়, এটি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। বিশ্ব মোড়লটা অখুশি হতে পারে সে জন্য তারা কোনো কথা বলে না,' বলেন তথ্যমন্ত্রী।

তারা যদি সুযোগ পায় নিজেদের স্বার্থে দেশটাকেই বিক্রি করে দেবে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

বিএনপি-জামায়াতের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধ জানাই, সাংস্কৃতিক কর্মীদেরও অনুরোধ জানাই, আগামী ১০০ দিন দেশটা পাহারা দিতে হবে, কারণ দেশটা বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে ওরা। ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ কিন্তু দেশটাকে পাহারা দিতে হবে।

'ভেবেছে কয়েকটা সমাবেশ করে, মানববন্ধন করে ঢাকা শহরে সারা দেশ থেকে তাদের অগ্নি সন্ত্রাসীদের জড়ো করে সরকার হটিয়ে দেবে; এটি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। এটিকে কয়েকটা মানববন্ধন, নয়াপল্টনের সামনে ২০-৩০ হাজার মানুষ জড়ো করে কিংবা অন্য জায়গায় কয়েক হাজার মানুষ জড়ো করে কিছু গাড়ি-ঘোড়া ভাঙচুর করে, আগুন দিয়ে এই সরকার হটানো সম্ভব না। ২০১৪ সালে অনেক চেষ্টা করেছিলেন, বহু গাড়ি-ঘোড়া-মানুষ পুড়িয়েছিলেন। শেখ হাসিনাকে হটাতে পারেননি।'

দেশে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ মন্তব্য করে তিনি বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। আশা করব, বিএনপিও সেখানে অংশগ্রহণ করবে এবং তারা তাদের জনপ্রিয়তা যাচাই করবে।'

রাজপথে দাঁড়িয়ে সরকারকে হুংকার না দেওয়ার আহ্বান জানিয়েছেন হাছান মাহমুদ।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

13m ago