আদালত প্রাঙ্গণে জনসমাগম নয়: আইনজীবীদের হাইকোর্টের নির্দেশনা মেনে চলার নির্দেশ

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০০৫ সালে আদালত প্রাঙ্গণে সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির সময় এ আদেশ দেন।

আবেদনের পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

গত ৩০ আগস্ট একই আদেশ দেন আদালত।

গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই বিচারপতিকে নিয়ে কটূক্তি, অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে গত ২৯ আগস্ট আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা।

নাজমুল হুদা তার আইনজীবী নাহিদ সুলতানা যুঁথির মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদনটি জমা দেন। আবেদনে সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা এবং তাদের মন্তব্যের জন্য শাস্তির আবেদন করা হয়।

বিএনপিপন্থী সাত আইনজীবী হলেন- মো. কায়সার কামাল, আব্দুল জামিল মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম সজল।

সংবাদ সম্মেলনে তারা সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে বিচারিক দায়িত্ব পালন থেকে দূরে রাখার দাবি জানান। অন্যথায় আদালত অবমাননার আবেদনে তারা বিচারকদের পদত্যাগ দাবি করবেন।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago