ডেঙ্গুতে এক দিনে ২০ জনের মৃত্যু

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ২০২৩
ছবি: সংগৃহীত

দেশে গত এক দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন । এ নিয়ে চলতি বছর এই রোগে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৪৬ জন মারা গেলেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৯৯০ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৪১২ জন, ঢাকার বাইরে ১৪৭৭ জন।

চলতি অক্টোবরে এখন পর্যন্ত এই রোগে ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

5h ago