নয়াপল্টনে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে পুলিশ

শুক্রবার বিকেলে নয়াপল্টন এলাকায় ডিএমপি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ছবি: জামিল খান/স্টার

আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে পুলিশ এখনো অনুমতি না দিলেও আজ শুক্রবার নয়াপল্টন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসাতে দেখা গেছে পুলিশকে।

পুলিশ জানায়, এ এলাকার জন্য মোট ৬০টি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সমাবেশস্থলে নজর রাখা হবে। এছাড়া সিভিল ড্রেসে পুলিশ কর্মকর্তারা ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নয়াপল্টনে নাইটিঙ্গেল মোড়ে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ  এক ব্রিফিংয়ে বলেন, 'দুই রাজনৈতিক দলই সমাবেশের অনুমতি পাবে। কমিশনার শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের আশঙ্কা পর্যবেক্ষণ করছেন। এরপর তিনি সমাবেশের ভেন্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।'

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, 'রাজধানীতে সবসময় পুলিশের নিরাপত্তা চেকপোস্ট ও মনিটরিং থাকে। আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি এবং সমাবেশের আগে ঢাকায় বিপুল সংখ্যক লোক সমাগম হওয়ায় চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছি।'

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

20m ago