পয়েন্টে পয়েন্টে পুলিশ-র‍্যাবের চেকপোস্ট, বাধা পেরিয়ে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে পুলিশের চেকপোস্ট। ছবি: জামিল খান/স্টার

আগামীকাল শনিবার আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে সামনে রেখে রাজধানী ঢাকার প্রায় সব গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আছে র‍্যাবের চেকপোস্ট।

পুলিশ জানায়, আগামীকাল শনিবারের রাজনৈতিক সমাবেশকে সামনে রেখে এসব চেকপোস্ট পার হওয়ার সময় যানবাহনের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে, এসব চেকপোস্টের বাধা উপেক্ষা করেই আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে শতশত বিএনপি নেতাকর্মীকে জড়ো হতে দেখা গেছে। 

বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শতশত নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। ছবি: স্টার

র‌্যাবের মিডিয়া উইং জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে রাজধানীতে আজ শুক্রবার ১৫০০ র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। 

এছাড়া, রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট ও টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছে র‌্যাব সদস্যরা। 

র‍্যাব জানায়, আবদুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফুট ও আমতলীতে চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে র‌্যাব-১। বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট বসিয়েছে র‌্যাব-২।

এছাড়া কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে র‌্যাব-৩, কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে র‍্যাব-৪ এবং ডেমরা, পোস্তগোলা ও সায়দাবাদে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে র‌্যাব-১০।

এদিকে, পুলিশ ও র‍্যাবের বাধা পেরিয়ে আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।

আগামীকাল শনিবার সেখানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। 

পুলিশের কাছ থেকে এখনো সমাবেশের অনুমতি না পেলেও আজ শুক্রবার দুপুর ১টা থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন।

বিকেল সাড়ে ৪টার মধ্যে দলীয় কার্যালয়ের বাইরের সড়কে অবস্থান নেন অন্তত ৫ শতাধিক নেতাকর্মী।

শতশত নেতাকর্মীকে রিকশায় চড়ে শ্লোগান দিতে দেখা গেছে। এ সময় নয়াপল্টনের সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ সময় বিএনপি কার্যালয়ের আশেপাশে যথেষ্ট পুলিশের উপস্থিতি থাকলেও, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago