খুলনা

আ. লীগের কার্যালয়ের বিপরীত পাশে বিএনপি কার্যালয়ে আগুন

বৈকালীতে বিএনপির এই ওয়ার্ড কার্যালয়ে আওয়ামী লীগ কর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনার বৈকালীতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ রোববার দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী বাজারে রাস্তার পূর্ব পাশে বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। 

এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এই কার্যালয়টির বিপরীতে রাস্তার পশ্চিম পাশে আওয়ামী লীগের কার্যালয়।

আগুনে বিএনপি কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ছবি: হাবিবুর রহমান/স্টার

প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার নাম না প্রকাশ করা শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, '৫০-৬০ জন একটি দল সরকারের পক্ষে স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে এসে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।'

তিনি আরও বলেন, 'এ সময় তারা আশেপাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।'

জানতে চাইলে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের লোকজন আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।'

বৈকালীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি।'

Comments

The Daily Star  | English

Putin-Trump summit: What each side wants

The US and Russian presidents Donald Trump and Vladimir Putin are to meet at a US air base in Alaska on Friday for talks on the Ukraine war.

1h ago