চ্যালেঞ্জ নেওয়া যায় এমন চরিত্রই বেশি টানে: মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে প্রায় এক যুগ ধরে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘ এ পথচলায় অসংখ্য নাটক করেছেন, সেসব দর্শকপ্রিয়তাও পেয়েছে। ওয়েব সিরিজেও নিজেকে ব্যস্ত রেখেছেন।

বর্তমানে তার নতুন দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি হলো- 'যাপিত জীবন'। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমী হামিদ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া, 'নয়া মানুষ' নামে আরও একটি সিনেমা করেছেন তিনি, এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। 'নয়া মানুষ' পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।

'নয়া মানুষ' সিনেমার শুটিং হয়েছে চরের মধ্যে। মৌসুমী হামিদ বলেন, 'চরের মানুষের জীবনের গল্প নিয়ে নয়া মানুষ সিনেমা। বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের কাহিনী। আমিও তাদেরই একজন।'

মৌসুমী হামিদ বলেন, 'চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। সারাদিন শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি।'

'যাপিত জীবন' সিনেমা সম্পর্কে তিনি বলেন, 'এটা দেশভাগ ও ভাষা আন্দোলনের সিনেমা। অসাধারণ একটি গল্প। খুব ইমোশনাল গল্প। সবারই ভালো লাগবে।'

অভিনয় ক্যারিয়ারে মৌসুমী হামিদ পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় যেমন অভিনয় করেছেন, পাশাপাশি ভিন্নধারার গল্পনির্ভর সিনেমাতেও কাজ  করেছেন। 

তিনি বলেন, 'সব ধরনের সিনেমায় অভিনয় করতে চাই। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। চ্যালেঞ্জ নেওয়া যায় এমন চরিত্রই বেশি টানে।'

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে নাম লেখান মৌসুমী হামিদ। বাড়ি সাতক্ষীরার তালা থানার ঝিল নলতা গ্রামে। সেখান থেকে নিজ প্রচেষ্টায় আজ তিনি দর্শকপ্রিয় অভিনেত্রী।

যে জীবন ফেলে এসেছেন, সেই জীবনে ফিরে যেতে ইচ্ছে করে? এই প্রশ্নের জবাবে মৌসুমী হামিদ বলেন, 'আমি কোনো কিছু ফেলে আসিনি। অবশ্যই যোগাযোগ আছে গ্রামের সঙ্গে। বাড়ির সঙ্গে, এলাকার সঙ্গে আমি কানেক্টেড। যখনই গ্রামে যাই সেই জীবনটায় ফিরে যাই। দারুণ লাগে তখন।'

নিজের গ্রাম সম্পর্কে তিনি আরও বলেন, 'গ্রামের জীবন আমি ফেলে আসিনি, ওই জীবনটা আমি ধরে রেখেছি। সবসময় আমি ভালো মানুষ হতে চেয়েছি। সেটা হতে পেরেছি। এটা আমার অর্জন।'

সমসাময়িক অনেকেই সংসার জীবন শুরু করেছেন, আপনি বিয়ে করছেন কবে? একটু ভেবে এবং একটু হেসে মৌসুমী হামিদ বলেন, 'বিয়ে করার বিষয় নয়, হওয়ার বিষয়। এখানে দুটি মানুষ শুধু নয়, দুটি পরিবারেরও এক হওয়ার বিষয়। আমরা তো বলি জন্ম-মৃত্যু-বিয়ে উপরওয়ালার হাতে। আমিও এটাই বিশ্বাস করি।'

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ? এই অভিনেত্রী বলেন, 'অবশ্যই ভালো মানুষ হতে হবে, আমাকে বুঝবে, তেমন মানুষই জীবনসঙ্গী হিসেবে পছন্দ।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

41m ago