কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি-ছাত্রদলের ২ নেতা নিহত, আহত অন্তত ৪০

কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষকদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ছয়সূতি এলাকায় এ সংঘর্ষে ১৫ পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বিল্লাল মিয়া (৪০) ও ওই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রেফায়েত উল্লাহ তনয় (২১)।

কুলিয়ারচরে পুলিশ-বিএনপি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক আশফাক দ্য ডেইলি স্টারকে জানান, 'ছয়সূতি এলাকায় সকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে বিল্লাল ঘটনাস্থলেই নিহত হন। তনয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।'

সংঘর্ষে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ (এসপি) বলেন, 'বিএনপির অবরোধকারীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে দুইজন মারা যান।'

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

এসপি আরও বলেন, 'তারা কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।'

এসপির বরাত দিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ জীবন রক্ষার্থে গুলি চালায়।'

সংঘর্ষে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago