সাভারে পার্কিং করা বাসে আগুন, বিএনপির ২ কর্মী আটক

ঘটনার সময় উপস্থিত পরিবহন শ্রমিক আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোরে ২০ থেকে ৩০ জন যুবক মোটরসাইকেলে এসে জিয়ার সৈনিক স্লোগান দিয়ে রিমি ট্রাভেলসের বাসটিতে আগুন দেয়। পাশে পার্কিং করা কয়েকটি বাসে ঢিল ছুড়ে চলে যায়।’
সাভারে বাসে আগুন
সাভারে রিমি ট্রাভেলসের বাসে আগুন। ছবি: স্টার

ঢাকার সাভারের একটি পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে রিমি ট্রাভেলসের একটি বাসে আগুন দেওয়ার পর তাদের আটক করা হয়।

তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

ঘটনার সময় উপস্থিত পরিবহন শ্রমিক আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোরে ২০ থেকে ৩০ জন যুবক মোটরসাইকেলে এসে জিয়ার সৈনিক স্লোগান দিয়ে রিমি ট্রাভেলসের বাসটিতে আগুন দেয়। পাশে পার্কিং করা কয়েকটি বাসে ঢিল ছুড়ে চলে যায়।'

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির ২০/৩০ জন দুর্বৃত্ত সকালে মোটরসাইকেল নিয়ে বাস ডিপোয় পার্কিং করা বেশ কয়েকটি বাসের মধ্যে রিমি পরিবহনের একটি বাসে আগুন দেয়। সেসময় আমাদের টহল টিমের সদস্যরা দুই জনকে আটক করে। তারা বিএনপির কর্মী।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Comments