সাভারে বাসে আগুন: ১২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাভারের একটি পার্কিং করা বাসে গতকাল আগুন দেওয়া হয়। ছবি: স্টার

ঢাকার সাভারে গতকাল বুধবার বাস পোড়ানোর ঘটনায় বিএনপির ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য  ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১২৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

তিনি বলেন, গতকাল সকালে মধুমতি মডেল টাউন এলাকায় রিমি ট্রাভেলসের পার্কিং করা বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় বাস মালিক বাদি হয়ে রাতে মামলা করেছেন।

মামলায় ৩৫ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দেওয়ান সালাউদ্দিন বাবু ও বিএনপি নেতা সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিনকে হুকুমের আসামি করা হয়েছে।

মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

গতকাল ভোর ৬ টার দিকে ২০-৩০ জন যুবক মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা করে এসে বাসটিতে আগুন দেয়। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই কর্মীকে আটক করে পুলিশ।

ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক খোরশেদ আলম দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা বাসে আগুন দেয়ার বিষয়টি পুলিশ ও আওয়ামী লীগের সাজানো নাটক।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago