ঢাকায় ৩ বাসে আগুন

আজ সন্ধ্যায় ঢাকার নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেন দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এর মধ্যে নিউমার্কেট এলাকায়, এলিফ্যান্ট রোডে ও তৃতীয় ঘটনাটি ঘটেছে সায়দাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে।

বিএনপির ঘোষিত দুই দিনের অবরোধ শুরু হচ্ছে আগামীকাল থেকে। এর মধ্যেই বাসে আগুন দেওয়া হলো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সায়দাবাদে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

18m ago