বিএনপির অবরোধ কর্মসূচি: মোতায়েন হচ্ছে ৬৫০০০ আনসার-ভিডিপি

ansar-vdp-logo-1.jpg

বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ৬৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে 'অপারেশন সুরক্ষিত যাতায়াত' শুরু করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে সারা দেশে মোট ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

আগামীকাল ৫ নভেম্বর সকাল থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দিন রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা।

বিশেষ করে রেললাইনে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য সতর্কভাবে দৃষ্টি রাখবেন তারা। রেল লাইন রক্ষায় সারা দেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পাঁচ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago