আ. লীগের মনোনয়ন ফরমের দাম প্রায় দ্বিগুণ বেড়ে ৫০ হাজার টাকা

আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় নির্বাচনের সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সেই হিসেবে এবার মনোনয়ন ফরমের দাম প্রায় দ্বিগুণ বাড়ছে।

আজ রোববার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। আমাদের যারা মনোনয়ন ফরম সংগ্রহ করবে তাদেরকে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে।'

কবে থেকে ফরম বিতরণ শুরু হবে সেই প্রশ্নে তিনি বলেন, 'এটা আমরা জানাব। প্রস্তুতি আমরা শুরু করেছি।'

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয় ২৫ হাজার টাকায়। এ ছাড়া বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে ২৫ হাজার, সিটি করপোরেশনের মেয়র পদে ২৫ হাজার, পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে ২০ হাজার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা রয়েছে।

এ ছাড়াও এবার অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

3h ago