বাংলাদেশ

বকেয়া বেতন দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর বাকলিয়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে।
বকেয়া বেতনের দাবিতে বাকলিয়া এলাকায় দুপুর থেকে শ্রমিকরা বিক্ষোভ করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর বাকলিয়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ করেনি। তবে মালিকপক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কারখানার পাশে অবস্থান নেন। 

সর্বশেষ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছে পুলিশ।

ওসি আফতাব হোসেন বলেন, 'ডায়মন্ড গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা মালিকপক্ষের আশ্বাসে সকালে কারখানায় উপস্থিত হলেও বকেয়া বেতন পাননি। পরে দুপুর ১২টার দিকে তারা বাকলিয়া সড়ক অবরোধ করে বেতন দাবি করেন। কিন্তু আমাদের অনুরোধে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানার গেটে অবস্থান নেন।'

তিনি আরও বলেন, 'কারখানার কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছে। কিন্তু তারা কখন বকেয়া বেতন পরিশোধ করতে পারবে তার নিশ্চয়তা নিতে পারছেন না। তাই আমরাও শ্রমিকদের কোনো সময় বলতে পারছি না।'

Comments