তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনগণের নয়: স্থানীয় সরকার মন্ত্রী

রামগতি উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার—এসব বিএনপি-জামায়াতের বক্তব্য। এটি জাতীয় কোনো বক্তব্য নয়। এগুলো জনগণেরও বক্তব্য নয়।'

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথা সময়ে গঠিত হবে।'

তাজুল ইসলাম বলেন, 'আওয়ামী লীগের টানা ১৫ বছরের মেয়াদে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এ ১৫ বছরে খাদ্য ঘাটতি হয়নি, সারের সংকট হয়নি। যারা আজ বড় বড় কথা বলেন, মিছিল-মিটিং করেন, তারাই পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। তারা ২১ বছর ক্ষমতা থাকাকালীন এ দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।'

দুপুর সাড়ে ১২টার দিকে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ আজ সুসংগঠিত। বিকল্পধারা আমাদের শরীক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বিকল্পধারাসহ সব শরীক দল অঙ্গীকারাবদ্ধ। আর আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সব প্রতিকূলতার মোকাবিলা করতে হবে।'

Comments

The Daily Star  | English

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

The government is preparing to clear its overdue payments to Russia for the Rooppur Nuclear Power Plant following a temporary waiver from the US Office of Foreign Assets Control (OFAC).

9h ago