নির্বাচন কমিশনের মুল চাওয়া হচ্ছে ভোটারদের ভোটাধিকার যেন বাধাগ্রস্ত না হয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের মূল চাওয়া ভোটারদের ভোটাধিকার রক্ষা করা।
আজ শুক্রবার তিনি বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের সময় এ কথা জানান।
তিনি বলেন, 'নির্বাচন কমিশনের মূল চাওয়া হচ্ছে ভোটারদের ভোটাধিকার যেন বাধাগ্রস্ত না হয়।'
'ভোটাররা যেন ভোট দিতে পারে। সেটাই আমরা নিশ্চিত করতে চাই', যোগ করেন সিইসি।
নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম ব্যাচের পর এবারের প্রশিক্ষণে অংশ নিচ্ছে কর্মকর্তাদের দ্বিতীয় ব্যাচ।
সিইসি আউয়াল আরও জানান, নির্বাচনের দিন সারা দেশের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ ভোটকেন্দ্রে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে।
'যদি কোনো ধরনের কারচুপির প্রচেষ্টা চালানো হয় এবং তা গণমাধ্যমে আসে, তাহলে আমাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। সে ক্ষেত্রে আমাদের ব্যর্থতা ও দক্ষতার অভাব ফুটে উঠবে', যোগ করেন সিইসি।
Comments