বাবা হওয়ার আগে আনুশকার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন বিরাট কোহলি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে চলেছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে বিরাট কোহলির সঙ্গে বেবি বাম্পসহ দেখা গেছে 'পিকে'খ্যাত অভিনেত্রীকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ভারতের এই জনপ্রিয় জুটির কাছ থেকে।

২০২১ সালে প্রথম সন্তান ভামিকার জন্ম দেন আনুশকা শর্মা। প্রথম সন্তানের জন্মের আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার ও সন্তান পালন নিয়ে খোলামেলাভাবে কথা বলেছিলেন বিরাট কোহলি।

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

সাক্ষাৎকারে বাবা হওয়ার গভীর ইচ্ছা প্রকাশের পাশাপাশি সন্তানকে প্রচুর সময় দেওয়ার ইচ্ছার কথাও জানান এই ক্রিকেটার। তাছাড়া সন্তানদের নিজের ক্যারিয়ারের চোখ রাঙানি থেকে সবসময় সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি করেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

পিতৃত্ব সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে পারিবারিক জীবন থেকে পেশাদার জীবনের অর্জন আলাদা রাখার ক্ষেত্রে বিশেষ জোর দেন কোহলি।

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল এই ক্রিকেটার স্বপ্ন দেখেন তার সন্তানরা এমন এক বাড়িতে বড় হবে যেখানে তার ক্রিকেটাঙ্গনের অর্জন, ট্রফি- কোনো কিছুরই ছিঁটেফোটা থাকবে না।

বিরাট কোহলি বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশ্বকাপে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ৪৯ টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ইতোমধ্যে। আর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত আনুশকাকে শীঘ্রই দেখা যাবে 'চাকদা এক্সপ্রেস' এ, যেখানে তিনি ভারতের ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন। ছবিটি ২০২৪ সালে মুক্তি পাবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রন্থনা: জোহানা আফরিন

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago