এখনই অবসর নিচ্ছেন না কোহলি

অস্ট্রেলিয়া সফরে আর যাওয়া হচ্ছে না বিরাট কোহলির। চলতি মৌসুমে দেশটিতে ৩-১ ব্যবধানে হারের সিরিজই ছিল তার শেষ সিরিজ। ঠিক এমনটাই জানালেন কোহলি। তাহলে কি অবসর নিতে যাচ্ছেন তিনি। সেই গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি। খুব শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

তবে চার বছর পর আবার অজি সফর থাকবে না বলেই মনে করেন কোহলি। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, 'উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।'

গত বছর পার্থে সিরিজের প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করলেও পুরো সিরিজ জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন না কোহলি। স্টাম্পের বাইরে যাওয়া ডেলিভারিতে বারবার শট খেলে আউট হয়েছেন, যার ফলে পরের চার ম্যাচে মাত্র ১৯০ রান করতে পেরেছেন, গড় ছিল ২৩.৭৫। এই ব্যর্থতা তাকে ২০১৪ সালের ইংল্যান্ড সফরের কথা মনে করিয়ে দিয়েছে বলে জানান কোহলি, যেখানে তিনি মাত্র ১৩৪ রান করেছিলেন।

'যদি আপনি জিজ্ঞেস করেন, কোন সফরে আমার সবচেয়ে বেশি হতাশা লেগেছে, তাহলে এখন অস্ট্রেলিয়া সফরটাই সবচেয়ে তাজা স্মৃতি। তাই হয়তো এটাকেই সবচেয়ে তীব্র মনে হচ্ছে। অনেক দিন ধরে ২০১৪ সালের ইংল্যান্ড সফরই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত,' নিজের কষ্টের স্মৃতির কথা মনে করেন বলেন কোহলি।

আগামীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই দুঃখ ভোলারও কোনো সুযোগ থাকছে না বলে জানান এই ভারতের সাবেক এই অধিনায়ক, 'তবে আমি এটা নিয়ে ভাবতে পারি না। হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না। আমি জানি না। তাই জীবনে যা ঘটেছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।'

গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন কোহলি, তবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। টেস্ট দলে এখনও তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং গত সপ্তাহে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে তিনি পরিষ্কার করেছেন, রেকর্ড বা কীর্তির জন্য নয়, বরং ভালোবাসার কারণেই তিনি এখনও ক্রিকেট খেলছেন। 'আমি অর্জনের জন্য ক্রিকেট খেলি না। বিষয়টা আমার কাছে শুধুই খেলা উপভোগ করা, আনন্দ পাওয়া এবং ভালোবাসা। যতদিন এই ভালোবাসা থাকবে, ততদিন আমি খেলে যাবো। এটা নিয়ে নিজেকে সৎ থাকতে হবে।'

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 25%

Bangladesh’s repayment of foreign loans surged in the first 10 months while the inflow of loans from bilateral and multilateral lenders continued to fall, according to provisional data from the Economic Relations Division (ERD) released yesterday.

3h ago