মুন্সিগঞ্জে আ. লীগের শান্তি সমাবেশে মারামারি, যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

ছুরিকাঘাতে ‘গুরুতর’ আহত যুবলীগ কর্মী সজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের সাত সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মীসহ দুজন আহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে 'গুরুতর' আহত যুবলীগ কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন সড়কে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সাতটি সহযোগী সংগঠনের ব্যানারে শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সন্ধ্যায় সমাবেশ স্থলের পেছনে শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সমর্থকরা মারামারিতে জড়ান। এসময় প্রতিপক্ষের লোকজন জাহিদ সমর্থক সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত হন রুবেল নামে আরেক কর্মী। পরে উপস্থিত নেতাকর্মীরা আহত সজলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেকে পাঠায়।

মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মারামারি হয়েছে। তবে কারা, কীসের জন্য মারামারি করেছে তা নিশ্চিত নয়। আমি সমাবেশ স্থলের সামনে ছিলাম। কারা মারামারি করেছে দেখিনি। একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জেনেছি।'

পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান ডেইলি স্টারকে বলেন, 'আমার এক কর্মী গুরুতর আহত হয়েছেন। চেয়ারে বসাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে।'

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'দুজন আহত অবস্থায় হাসপাতালে এসেছিল। এরমধ্যে সজলের অবস্থা ছিল গুরুতর। তার মাথায়, পিঠে এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এখানে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে পাঠানো হয়েছে। অপর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'দুই পক্ষের অন্তঃকোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনোপক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

Hundreds of injured were taken to hospital, said Najibullah Hanif, the provincial information head

4h ago