সিইসি শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেছেন: রিজভী

বিএনপি বলেছে, বাংলাদেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট এখন চরমে পৌঁছেছে। কারণ নাগরিকরা একতরফা জাতীয় নির্বাচন প্রতিহত করতে প্রস্তুত।

আজ শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেন, সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশে 'ফেরাউনের রাজত্ব' প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনগণের স্বার্থ রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ না নিয়ে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেছেন।'

এই বিএনপি নেতা বলেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লাগাতার আন্দোলন এবং রাজপথে বিরোধী দলের অনেক নেতাকর্মীর ত্যাগ ও রক্ত উপেক্ষা করে নির্বাচন কমিশন (ইসি) একতরফাভাবে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।'

তিনি বলেন, 'দেশের সুশীল সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিদেশি কূটনীতিকদের আবেদন উপেক্ষা করে সিইসি একটি স্বৈরাচারী ও গণতন্ত্রবিরোধী সরকারের প্রধানের নির্দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।'

রিজভী বলেন, 'একতরফা নির্বাচন প্রতিহত করতে জনগণ তাদের জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরশাসকের জন্য একটি সতর্কবার্তা। দেশের দেড় দশকের রাজনৈতিক সংকট এখন এর ক্লাইম্যাক্সে আসছে।'

তিনি বলেন, 'জনগণ বাংলাদেশের ত্রাণকর্তা এবং তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের অধিকারসহ তাদের সব অধিকার পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।'

এই বিএনপি নেতা বলেন, 'নিষ্ঠুর স্বৈরশাসক শেখ হাসিনার শোষণ-নিপীড়নের শৃঙ্খল থেকে মুক্তি পেতে বিশ্বের গণতন্ত্রকামী জনগণ বাংলাদেশের জনগণের সংগ্রামকে সমর্থন করছে। বিশ্ব বিবেক এখন জাগ্রত।'

রিজভী বলেন, 'শেখ হাসিনা গণতান্ত্রিক শক্তিকে দমন করে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।'

তিনি বলেন, 'বাংলাদেশের গণতন্ত্রপন্থী শক্তি এখন শেখ হাসিনার বুলেটের লক্ষ্যবস্তু। মূলত দেশে গণতন্ত্র মৃত।'

তিনি আরও বলেন, 'গণতন্ত্রকে ধ্বংস করা আওয়ামী লীগের বৈশিষ্ট্য।'

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি-ঘরে তল্লাশি ও পরিবারের সদস্যদের হয়রানি অব্যাহত রেখেছে পুলিশ।

শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির অন্তত ৩৯৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে রিজভী জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago