সংসদীয় সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগুচ্ছে: সিইসি

ছবি: স্টার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংসদীয় সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

‎আজ রোববার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পরর্ববর্তী শুভেচ্ছা বিনিময় করেন সিইসি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য ইসি কর্মকর্তা-কর্মচারীদের প্রসংশা করেন সিইসি।

ভোটার তালিকা হালনাগাদে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করার কথা রয়েছে।

সিইসি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, 'আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের মতো অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের কাজ ভালোভাবে এগুচ্ছে।'

‎সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে ১১ এপ্রিল।

Comments

The Daily Star  | English

Most banks fail to finalise annual financial reports

BB seeks govt nod approval to extend deadline

56m ago