সোনাল চৌহানের সঙ্গে আমার পর্দার রসায়ন মন কাড়বে: শাকিব খান

শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা 'দরদ'। গতকাল শুক্রবার ২০ দিনের ভারত অংশের শুটিং শেষ করে আজ শনিবার দেশে ফিরলেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

দরদ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন।

দেশে ফিরে শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমা হলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারে আলাদা।'

তিনি আরও বলেন, 'ভারতে শুটিংয়ের পাশাপাশি বলিউডের কয়েকজনের সঙ্গে মিটিং হয়েছে। সেইসব ভালো সংবাদ আসবে আগামী কিছুদিনের মধ্যে। এই সিনেমার পর হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমার শুটিং শুরু হবে। আর অবশেষে বলব, দরদ দর্শকদের মনের মধ্যে নাড়া দেবে।'

শাকিব খান। ছবি: স্টার

সিনেমাটির পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব ভাই রাতদিন এই সিনেমার জন্য পরিশ্রম করেছেন। কোনো ক্লান্তি দেখিনি তারমধ্যে। একটা শট নিজের কাছে ভালো না লাগলে আরেকবার দিয়েছেন। আমি অবাক হয়েছি তার এই ডেডিকেশনে। আশা করছি সিনেমাটি ভালোকিছু হবে। যেহেতু এটি প্যান ইন্ডিয়ান সিনেমা, তাই ঈদ ছাড়াই বলিউডসহ একযোগে মুক্তি পাবে।'

এরই মধ্যে দরদ সিনেমার শুটিং সেটে ধারণকৃত বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে সোনাল চৌহানের দারুণ রসায়ন চোখে পড়েছে।

শুটিংয়ে শাকিব-সোনাল। ছবি: সংগৃহীত

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমা। এতে আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিওকে।

দরদ সিনেমায় বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের 'ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago