আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

পরিসংখ্যানের আলোয় ভারত-অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ইতিহাসে প্রায় সব পরিসংখ্যানই অজিদের পক্ষে। আবার চলতি বিশ্বকাপে ভারত আছে অসাধারণ ছন্দে। ফাইনালের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের কিছু খতিয়ান।

বিশ্বকাপ ফাইনাল

পরিসংখ্যানের আলোয় ভারত-অস্ট্রেলিয়া

পরিসংখ্যানের আলোয় ভারত-অস্ট্রেলিয়া

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হচ্ছে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। বিশ্বকাপের ইতিহাসে প্রায় সব পরিসংখ্যানই অজিদের পক্ষে। আবার চলতি বিশ্বকাপে ভারত আছে অসাধারণ ছন্দে। ফাইনালের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের কিছু খতিয়ান।

  • গত ১২ বছর ধরে কোন আইসিসি ট্রফি জেতে না ভারত। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে। ঘরের মাঠে সব শেষবার  বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে।
  • আইসিসি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি পাঁচটি শিরোপা আছে তাদের। সবচেয়ে ম্যাচ জেতার রেকর্ডও অজিদের।
  • ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ১৫০ লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮৩ বার, ভারত ৫৭ বার। বিশ্বকাপে দুদল মুখোমুখি হয়েছে ১৩ বার। যাতে ৮ জয় নিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
  • ভারতের মাঠে মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমানে সমান। ৭১ ম্যাচের মধ্যে দুই দলই জিতেছে ৩৩টি করে ম্যাচ।

ভারত

বিশ্ব র‍্যাঙ্কিং-১

ফাইনালের পথে

গ্রুপ পর্ব

অক্টোবর ০৮: চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের জয়।

অক্টোবর ১১: দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের জয়।

অক্টোবর ১৪: আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়।

অক্টোবর ১৯:  পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয়।

অক্টোবর ২২: ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয়।

অক্টোবর ২৯:  লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের জয়।

নভেম্বর ০২:  মুম্বাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০২ রানের জয়।

নভেম্বর ০৫: কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৩ রানের জয়।

নভেম্বর ১২: বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানের জয়।

সেমিফাইনালে মুম্বাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানের জয়।

স্কোয়াডের সর্বোচ্চ রান সংগ্রাহক- বিরাট কোহলি (১৩ হাজার ৭৯৪ রান)

চলতি বিশ্বকাপে দলের সর্বোচ্চ রান- বিরাট কোহলি (৭১১ রান)

স্কোয়াডের সর্বোচ্চ উইকেট শিকারী- রবীন্দ্র জাদেজা (২২০ উইকেট)

চলতি বিশ্বকাপে দলের সর্বোচ্চ উইকেট শিকারী- মোহাম্মদ শামি (২৩ উইকেট)

অস্ট্রেলিয়া

বিশ্ব র‍্যাঙ্কিং- ২

ফাইনালের পথে

গ্রুপ পর্ব 

অক্টোবর ০৮:  চেন্নাইতে ভারতের কাছে ৬ উইকেটে হার।

অক্টোবর ১২: লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হার।

অক্টোবর ১৬: লক্ষ্ণৌতে শ্রীলঙ্কাকার বিপক্ষে ৫ উইকেটের জয়।

অক্টোবর ২০: বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের জয়।

অক্টোবর ২৫: দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের জয়।

অক্টোবর ২৮: ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানের জয়।

নভেম্বর ০৪: আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানের জয়।

নভেম্বর ০৭: মুম্বাইতে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয়।

নভেম্বর ১১: পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়।

সেমিফাইনাল: কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের জয়।

স্কোয়াডের সর্বোচ্চ রান সংগ্রাহক- ডেভিড ওয়ার্নার (৬৯২৫ রান)

চলতি বিশ্বকাপে দলের সর্বোচ্চ রান- ডেভিড ওয়ার্নার (৫২৮ রান)

স্কোয়াডের সর্বোচ্চ উইকেট শিকারি- মিচেল স্টার্ক (২৩৩ উইকেট)

চলতি বিশ্বকাপে দলের সর্বোচ্চ উইকেট - অ্যাডাম জাম্পা (২২ উইকেট)

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago