পর্দায় জুটি হচ্ছেন সাই পল্লবী ও রাম চরণ!

রাম চরণ, সাই পল্লবী, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, এ আর রহমান, এসএস রাজামৌলি, আরআরআর,
সাই পল্লবী। ছবি: সংগৃহীত

খুব শিগগির রূপালী পর্দায় ফিরতে যাচ্ছেন সাউথের সুপারস্টার রাম চরণ। শোনা যাচ্ছে, তার সিনেমাতে সাউথের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে। তাদের সঙ্গে দক্ষিণের আরেক জনপ্রিয় মুখ বিজয় সেতুপতিকে দেখা যেতে পারে। সিনেমাটি পরিচালনা করবেন উপ্পেনা খ্যাত বুচি বাবু সানা।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাম চরণ, সাই পল্লবী, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, এ আর রহমান, এসএস রাজামৌলি, আরআরআর,
সাই পল্লবী। ছবি: সংগৃহীত

পিঙ্কভিলা জানিয়েছে, নতুন সিনেমা নিয় রূপালী পর্দায় ফিরছেন রাম চরণ। ইতোমধ্যে তার সিনেমা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিনেমাটির নাম হবে আরসি১৬। সূত্রে খবর অনুযায়ী, তিনি সম্ভবত উপ্পেনার পরিচালক বুচি বাবু সানার সঙ্গে কাজ করবেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়ছে, মনে করা হচ্ছে অভিনেত্রী সাই পল্লবী প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করবেন। সাই পল্লবী প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। এছাড়া, বিজয় সেতুপতিও সিনেমাটিতে আরেকটি মূল ভূমিকায় অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে।

আরসি১৬ নিয়ে আরও তথ্য

রাম চরণ বর্তমানে তার পরবর্তী সিনেমা গেম চেঞ্জার নিয়ে ব্যস্ত আছেন। তামিল পরিচালক এস শঙ্কর এটি নির্মাণ করছেন এবং এটি তার প্রথম তেলেগু সিনেমা। যদিও আরসি১৬ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে, শোনা যাচ্ছে বুচি বাবু সানা এই সিনেমাতে কাজ করবেন। এর আগে, শোনা গিয়েছিল জার্সি খ্যাত গৌতম তিননানুরিকে পরিচালক হিসেবে প্রস্তাব করা হয়েছে।

প্রাথমিকভাবে আরও জানা গেছে, এই সিনেমার গানগুলো সম্ভবত এ আর রহমান সুর করবেন। ফলে, সাত বছরের বেশি সময় পর তেলেগু সিনেমায় এই সুরকারের প্রত্যাবর্তন হবে।

রাম চরণ, সাই পল্লবী, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, এ আর রহমান, এসএস রাজামৌলি, আরআরআর,
রাম চরণ। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে এই কিংবদন্তি সুরকার বেশ কয়েকটি তেলেগু সিনেমাতে কাজ করেছেন। এর মধ্যে আছে- ভেঙ্কাটেশ ডাগ্গুবতীর সুপার পুলিশ, মহেশ বাবুর নানি, পবন কল্যাণের কোম্মুরাম পুলি ও নাগা চৈতন্যের সহসাম স্বসাগা সাগিপো সিনেমা।

যদি এসব গুঞ্জন সত্যি হয়, তাহলে রাম চরণের পরবর্তী সিনেমাটি অনেক কারণেই বিশেষ হয়ে উঠবে।

রাম চরণের সাম্প্রতিক কাজ

২০২১ সালে রাম চরণকে সর্বশেষ দেখা গিয়েছিল এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমাতে। এতে তার সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর। সিনেমাটি বিশ্বজুড়ে বড় ব্লকবাস্টার হয়েছিল।

রাম চরণ, সাই পল্লবী, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, এ আর রহমান, এসএস রাজামৌলি, আরআরআর,
সাই পল্লবী। ছবি: সংগৃহীত

তবে, রাম চরণের পরবর্তী সিনেমা গেম চেঞ্জার পরিচালনা করছেন এস শঙ্কর। এর গল্প লিখেছেন জিগারথান্ডা ডাবলএক্স পরিচালক কার্তিক সুব্বারাজ। এই সিনেমাতে কিয়ারা আদভানি, এসজে সুরায়া, জয়রাম, সুনীল, শ্রীকান্তসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। এর সংগীত পরিচালনা করেছেন এস থামান।

সিনেমাটির প্রথম গান জারাগান্ডি গত ১০ নভেম্বর মুক্তির কথা ছিল। কিন্তু, দীপাবলির উৎসবে বিভিন্ন অডিও সংস্থার অডিও ডকুমেন্টেশন সমস্যার কারণে তা স্থগিত করতে হয়। তবে, কবে মুক্তি দেওয়া হবে সি বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English
Hilsa fish production in Bangladesh

Hilsa: From full nets to lighter hauls

This year, fishermen have been returning with lesser catches and bigger losses.

13h ago