নাটোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত হওয়ায় নাটোর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলানাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।
নাটোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
আজ বুধবার নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের ‍দুটি বগি লাইনচ্যুত হয় | ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে উত্তরবঙ্গ থেকে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার দুপুর ৩টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী চালবাহী একটি ট্রেন আব্দুলপুর জংশন স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

অসিম তালুকদার আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় নাটোর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলানাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।

রেলওয়ে পাকশী জোনের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ বলেন, পুলিশ এবং রেলওয়ের উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

Comments