নতুন কোম্পানি চালু করলেন জ্যাক মা

আলিবাবা, জ্যাক মা, চীন,
জ্যাক মা। রয়টার্স ফাইল ফটো

চীনের ই-কমার্স লিডার আলিবাবা গ্রুপ হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা জ্যাক মা একটি নতুন কোম্পানি শুরু করেছেন।

গতকাল নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করপোরেট ডেটা সরবরাহকারী কিচাচা জানিয়েছে, জ্যাক মা বুধবার চীনে ১০ মিলিয়ন ইউয়ান (১.৩৯ মিলিয়ন ডলার) মূলধন নিয়ে কোম্পানিটি উদ্বোধন করেছেন। এই প্রতিষ্ঠানের প্রধান ব্যবসা হবে আগে থেকে রান্না করা খাবার, যা মহামারিতে ঘরবন্দি থাকার প্রভাবের কারণে চীনে ক্রমবর্ধমানভাবে চাহিদা বেড়েছে।

জ্যাক মা ২০২০ সালে আলিবাবার বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে তিনি এখনো আলিবাবার 'অংশীদার' হিসেবে তালিকাভুক্ত আছেন এবং গ্রুপের ওপর নিজের প্রভাব ধরে রেখেছেন।

আলিবাবা যখন চীনের কঠোর নিয়ন্ত্রণের মুখোমুখি হয়েছে তখন তিনি বিদেশে ছিলেন। তাকে জাপান, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা গেছে বলে জানা গেছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এসব জায়গার কৃষি প্রযুক্তি পর্যবেক্ষণ করেছেন। জাপানে তিনি কিন্দাই ইউনিভার্সিটির অ্যাকুয়াকালচার রিসার্চ ফ্যাসিলিটি পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

2h ago