আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২৪ নারী প্রার্থী

আওয়ামী লীগের মনোনয়ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের মনোনিতদের মধ্যে আছেন ২৩ জন নারী।

রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী

গাইবান্ধা-১ আফরুজা বারী

গাইবান্ধা-২ মাহব্বু আরা বেগম গিনি

গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি

বগুড়া-১ সাহাদারা মান্নান

সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী

বাগেরহাট-৩ হাবিবুন নাহার

বরগুনা-২ সুলতানা নাদিরা

বরিশাল-৪ শাম্মী আহমেদ

শেরপুর-২ মতিয়া চৌধুরী

ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম

কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর

মানিকগঞ্জ-২ মমতাজ বেগম

মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন

ঢাকা-৪ সানজিদা খানম

গাজীপুর-৩ রুমানা আলী

গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)

গাজীপুর-৫ মেহের আফরোজ

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা

কুমিল্লা-২ সেলিমা আহমাদ

চাঁদপুর-৩ ডা. দীপু মনি

লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী

চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার

কক্সবাজার-৪ শাহীন আক্তার

Comments

The Daily Star  | English

Liberation war a founding pillar of the state: Nahid Islam

Clarifies NCP's stance opposing religious extremism, secularist ideologies

28m ago