সিলেট বিভাগে স্বতন্ত্র কিংবা ‘ডামি’ প্রার্থী হচ্ছেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের পাঁচটি আসনে আওয়ামী লীগের মনোনীতদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মনোনয়নবঞ্চিত এক সংসদ সদস্যসহ ছয়জন আওয়ামী লীগ নেতা।

রোববার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য দলীয় নেতাদের 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানালে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সোমবার বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন, তিনি মূলত সিলেট-১ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, 'আমি এক জীবন ধরে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের জন্য জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, গ্রেনেড হামলার শিকার হয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন, তা একজন সংসদ সদস্য হিসেবে তৃণমূলের মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।'

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ আসনে নাহিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এলাকার গরিব-দুখী-মেহনতি মানুষের পাশে থাকার জন্য দীর্ঘ ১৫ বছর ধরে নিজ এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় আছেন এবং কানাডার নাগরিকত্বও ত্যাগ করেছেন।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

'ব্যারিস্টার সুমন' নামে জনপ্রিয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এ আইন বিষয়ক সম্পাদক রোববারই নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে দুর্নীতি, অর্থপাচার ও ক্যাসিনো কাণ্ডসহ নানা কারণে সমালোচিত বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে বাদ দিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এ আসনে মনোনয়ন না পেলেও 'সাধারণ মানুষের ভবিষ্যৎ' বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন মোয়াজ্জেম হোসেন রতন।

তিনি বলেন, 'আমাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার কাছে আমি আমার আসনের সাধারণ মানুষের ভবিষ্যৎ ছেড়ে দিতে পারি না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

এ ছাড়াও এই আসনে মনোনয়নবঞ্চিত হয়েও স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন বিগত সময়ে মহাজোটের শরীক জাতীয় পার্টির জন্য ছেড়ে দিলেও এবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান, কবি, গবেষক ড. মোহাম্মদ সাদিক।

এ আসনে বিগত সময়ের মতো এবারও মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, 'এ আসনটি অতীতে জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়ার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আমি মাঠে "লাঙ্গল হঠাও, নৌকা ভাসাও" আন্দোলন করছি, যার ফলশ্রুতিতে অবশেষে নৌকার প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক গুণী ব্যক্তি হলেও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে অপরিচিত। এ কারণেই আমি সাধারণ মানুষের সমর্থনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Harris or Trump will inherit a mixed legacy in 2024 US election

Whoever triumphs in the election - Trump or Vice President Kamala Harris - will inherit the legacy of a Biden administration that made good on some promises, saw others swept off-course by events, and others still only partially fulfilled. Here's how Biden fared on the defining issues of his presidency.

1h ago