আ. লীগের মনোনয়নবঞ্চিতের বাড়ির সামনে মনোনীত প্রার্থীর অনুসারীদের বোমা নিক্ষেপের অভিযোগ

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএম আল মামুনের অনুসারীদের বিরুদ্ধে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতা আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়ির সামনে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি বলেন, 'আমাদের জানানো হয়েছে যে, মামুন দলীয় মনোনয়ন পাওয়ায় তার অনুসারীরা আনন্দ মিছিল করেছেন। বাকেরের অভিযোগ, সেই সময় মামুনের অনুসারীরা আতঙ্ক ছড়াতে তার বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করেন।'

'তবে, আমাদের টহল দল ঘটনাস্থলে কাউকে খুঁজে পায়নি এবং বোমা নিক্ষেপের কোনো প্রমাণও পায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তারা কয়েকবার বিকট শব্দ শুনেছেন। তবে মামুনের অনুসারীদের দাবি, শব্দগুলো আতশবাজির।'

তিনি আরও বলেন, 'লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এই উপজেলার পরিস্থিতি কাউকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে এসএম আল মামুন জানান, তিনি এই বিষয়ে কিছু জানেন না।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago