মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিক

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: দ্য স্টার/মালয়েশিয়া
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: দ্য স্টার/মালয়েশিয়া

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণাধীন ভবন ধসে সেখানে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এই তথ্য জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পেনাংয়ের ডেপুটি পুলিশ কমিশনার দাতুক মোহামেদ ইউসুফ জান মোহামাদ।

তিনি বলেন, 'ঘটনাস্থলে একটি ১২ মিটার লম্বা বিম পড়ে যায়। ১৪ টন ওজনের এই বিমের আঘাতে আরও ১৪টি বিম ধসে পড়ে। সেখানে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু দুর্ঘটনার সময় নয় জন নামাজ পড়তে গিয়েছিলেন।

'নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজন হাসপাতালে মারা যান। গুরুতর আহত দুই শ্রমিককে পেনাং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে', যোগ করেন তিনি।

পেনাং পুলিশের উপকমিশনার দাতুক বলেন, 'আমরা ধারণা করছি আরও চার শ্রমিক ধসে পড়া ভবনের নিচে আটকে আছেন'।

পেনাং এর দমকল বিভাগের উপপরিচালক জুলফাহমি সুতাজি জানান, ঘটনাস্থলে ভারী অবকাঠামোর সরিয়ে উদ্ধার কাজ পরিচালনা করতে তারা সমস্যার মুখে পড়ছেন। 

'ভারী নির্মাণ সামগ্রী সরিয়ে মানুষকে উদ্ধার করতে ভারী যন্ত্র প্রয়োজন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে আমরা কে-৯ ইউনিটকে খবর দিয়েছি। পুরো জায়গাটি একটি বাস্কেটবল কোর্টের সমান', যোগ করেন তিনি। 

দমকল বিভাগের প্রাথমিক তথ্য বলছে, অন্তত নয়জন শ্রমিক এখনো সেখানে আটকে আছেন। 

 

Comments

The Daily Star  | English

Polytechnic students postpone rail blockade; talks with education ministry likely

A meeting with the education ministry is likely to take place at 11:00am

28m ago