জীবন বাজি রেখে সর্বাত্মক হরতাল পালন করা হবে: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জীবন বাজি রেখে হলেও আগামীকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে হরতাল পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 'বিএনপি ও সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো করছে। বৃহস্পতিবারও নেতাকর্মীরা জীবন বাজি রেখে, সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে।'

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে থেকে এদিনের অবরোধ কর্মসূচির শেষ হওয়ার পরপরই হরতালের কর্মসূচি শুরু হবে।

হরতাল সফল করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, 'হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বিএনপি মহাসচিবসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এই হরতাল কর্মসূচি সফল করতে সকলে এগিয়ে আসুন।'

'অপকর্মের সর্বোচ্চসীমা স্পর্শ করেছে আওয়ামী লীগ'

রিজভী বলেন, 'বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে মাতম আর মর্সিয়া চলছে। কান্না-আহাজারির বর্ণনা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা এক কঠিন সময় পার করছে…অনেকটা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো…সহায় সম্বলহীন নিঃস্ব তারা। বিএনপির নেতাকর্মীদের যেন মানবাধিকার থাকতে নেই। সংবিধানে যতটুকু মানবাধিকার আছে সেই অধিকার প্রয়োগেরও অধিকার নেই তাদের। হত্যা, লুণ্ঠন ও বন্দি হওয়াই যেন তাদের ভাগ্যের লিখন।'

'রাষ্ট্র বলতে এখন শুধুমাত্র শেখ হাসিনা আর আওয়ামী লীগের। শেখ হাসিনার নীতিই যেন… হয় আমাকে সমর্থন করো না হলে নিশ্চুপ থাকো। আওয়ামী শাসকগোষ্ঠীর উগ্র প্রচারের বিরুদ্ধে টু-শব্দ করতে পারবে না। লুণ্ঠন আর হত্যা যেন কোনো অমানবিক কাজ নয় ক্ষমতাসীনদের কাছে। শেখ হাসিনা লেলিয়ে দিয়েছেন তার পেটোয়া বাহিনীকে। তারা মনে করে লুটপাট, সহিংসতা ও হত্যা তাদের দলীয় কর্তব্য। অনাচার আর অপকর্মের সর্বোচ্চসীমা স্পর্শ করেছে আওয়ামী লীগ।'

মঙ্গলবার হাতিরঝিল এলাকায় ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের ওপর হামলা এবং গ্রেপ্তারের নিন্দা জানান রিজভী।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago