'অবমূল্যায়ন' করায় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দল ও দলের নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না।

আজ বুধবার রাতে ঢাকার গুলশানের বাসায় দলের অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ লিখিত বক্তব্যে এই কথা জানান।

সাংবাদিকদের রওশন এরশাদ বলেন, 'আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।'

নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রওশন। তিনি বলেন, 'এমন অবস্থায় দলের নেতাদের অবমূল্যায়ন করার কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।' 

অন্যদিকে রওশনের আসন ময়মনসিংহ-৪-এ জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মুসা সরকার। জাপার চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সচিব দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেছেন।

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

40m ago