কুমিল্লায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গতরাতে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভুইয়া জানান, গত রাত আড়াইটার দিকে দাঁড়িয়ে থাকা তিষা পরিবহণের দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। জানতে পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। 

তিনি জানান, এ সময়ে বাসে কোনো স্টাফ না থাকায় কেউ হতাহত হয়নি। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা-ঢাকা রুটে নিয়মিত যাত্রী পরিবহন করে। দুঘর্টনার সময় বাসটি রাতের বিরতিতে ছিল।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে কতিপয় দুষ্কৃতকারি মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, বাস দুটির একটির অনেকটা এবং আরেকটির আংশিক পুড়ে গেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

 

Comments

The Daily Star  | English

Tap into opportunities in ‘New Bangladesh’: CA Yunus urges Malaysian businesses

Bangladesh is trying to become business-friendly in every possible way, he says

36m ago