বিরতি শেষে অভিনয়ে ফিরেছেন আবুল হায়াত

আবুল হায়াত
বরেণ্য অভিনয়শিল্পী ও নাট্যকার আবুল হায়াত। ছবি: শেখ মেহেদী মোরশেদ

বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে এলেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা-নাট্যকার ও নাট্যপরিচালক আবুল হায়াত। বিজয় দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকের নাম 'স্মার্ট বাড়ি'।

প্রায় ২ মাস আগে স্ত্রী শিরিন হায়াতকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন প্রবীণ এই অভিনেতা। সেখানেই ছিলেন ২ মাস। আমেরিকার বিভিন্ন শহর ঘুরে বেড়িয়েছেন। কানাডায় ঘুরেছেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তারা।

দেশে ফেরার পর বিজয় দিবসের নাটকের প্রস্তাব পান। তাতে অভিনয়ও করেন, ঢাকাতেই নাটকটির শুটিং শেষ হয়েছে।

জানতে চাইলে আবুল হায়াত বলেন, 'নাটকের গল্পটা দারুণ। দেশপ্রেম এবং মূল্যবোধের গল্প। অনেক সুন্দর গল্প। সেজন্য নাটকে অভিনয় করে ভালো লেগেছে।'

'ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো গল্প পেলে অভিনয় টানে। এই সময়ে এসে তাই করতে চাই, যা করে ভালো লাগবে,' যোগ করেন তিনি।

দেশে ফেরার পর এক ঘণ্টার নাটক ছাড়াও 'ফ্যামিলি ডিসটেন্স' নামের একটি ধারাবাহিকের শুটিং করেছেন তিনি।

গুণী এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করেন। নতুন নাটক পরিচালনার বিষয়ে তিনি বলেন, 'পরিকল্পনা করছি। ইচ্ছে আছে আগামী ঈদের জন্য নাটক নির্মাণ করার। সেভাবেই কাজ এগোচ্ছে।'

এদিকে গত মাসে তার অভিনীত নতুন সিনেমা 'অসম্ভব' মুক্তি পেয়েছে। অরুণা বিশ্বাস পরিচালিত এই সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। 'অসম্ভব' সিনেমার গল্প যেমন দর্শকদের কাছে প্রংশংসা পেয়েছে, তার অভিনয়ও সবার প্রশংসা কুড়িয়েছে।

'অসম্ভব' সিনেমার নিয়ে তিনি বলেন, 'ভালো একটি গল্পের সিনেমা 'অসম্ভব'। কাজটি বেশ পছন্দেরও।'

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা জানান। বলেন, 'খুব আনন্দ করেছি। অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। আপনজনদের কাছে পেয়েছি। এমন ভালোবাসা সত্যিই অন্যরকম।'

অভিনয়ের মানুষ আবুল হায়াত লেখালেখিও করেন। বেশ কটি বই প্রকাশিত হয়েছে। আসছে একুশে বই মেলায় নতুন বই প্রকাশ হবে। তিনি বলেন, 'আশা করছি একটি বই প্রকাশিত হবে। আরও ২ মাস সময় হাতে আছে। একটি গল্পের বই বের হওয়ার সম্ভাবনা আছে।'

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

45m ago