দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’

'অ্যানিমেল' সিনেমার দৃশ্যে রনবীর ও রাশমিকা
'অ্যানিমেল' সিনেমার দৃশ্যে রনবীর ও রাশমিকা। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল' সিনেমা ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশে ছাড়পত্র পায় সিনেমাটি।

সাফটা চুক্তির আওতায় এই সিনেমা বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনন্য মামুন বলেন , 'আজ ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যানিমেল সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে চলবে। পরে আরও  সিনেমা হলের সংখ্যা বাড়বে।'

পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে নির্মিত ‌অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ

সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবিটি মাত্র পাঁচ দিনেই বিশ্বব্যাপী ৪৮১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

 

Comments

The Daily Star  | English

BNP leaders in meeting with CA for election roadmap

BNP to submit a written statement urging the announcement of an election roadmap

34m ago