২৮ অক্টোবর থেকে দেশে ২৬৭ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

bus torched
গতকাল বিএসএমএমইউর সামনে বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর থেকে শুরু করে আজ শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনায় ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সময়ে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যানবাহনগুলো মধ্যে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৬টি।

সর্বশেষ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোটর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে গতকাল দুপুর দেড়টায় দুর্বৃত্তরা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে (শাহবাগ) 'তরঙ্গ প্লাস' বাসে আগুন দেয়। খবর পেয়ে সেই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ও ১০ জন কর্মী।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago