২৮ অক্টোবর থেকে সারাদেশে ২০৮ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

এক মাসে সারাদেশে ২০৮ অগ্নিসংযোগ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত দেশে ২০৮ যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, কুমিল্লার দাউদকান্দিতে ১টি ও বরিশাল বিভাগে ১টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় ২টি বাস ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করে।

Comments

The Daily Star  | English
Kamal Hossain calls for protecting nation

Kamal Hossain urges vigilance against obstacles to nation-building effort

"The main goal of the freedom — gained through the great Liberation War — was to establish democracy, justice, human rights and build a society free from exploitation. But we have failed to achieve that in the last 54 years," says Dr Kamal

1h ago