দুই বাংলার যৌথ প্রযোজনায় আসছে ‘দম’

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘দম’ সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনিসহ আরও অনেকেই। ছবি: স্টার

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এবং বাংলাদেশের চরকি ও আলফা আই যৌথভাবে চলচ্চিত্র 'দম' নির্মাণের ঘোষণা দিয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।

সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

সিনেমাটি বিষয়ে চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই বাংলার নামীদামি প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত, যাদের ভালো ভালো কাজ আগেও প্রমাণিত হয়েছে। আমি ভীষণভাবে বিশ্বাস করি, দুই বাংলা যদি এক হয়ে চেষ্টা করে তাহলে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে, যার প্রমাণ অনেক কন্টেন্টে আমরা দিয়েছি।'

সিনেমার পরিচালক সম্পর্কে তিনি বলেন, 'রনির সঙ্গে আমার দীর্ঘ ২০ বছরের সম্পর্ক, বন্ধুত্ব। চরকি শুরু করার সময় থেকে তাকে সিনেমা নির্মাণের কথা বলে এসেছি। অবশেষে আমরা "দম" নিয়ে আসছি।'

তিনি আরও বলেন, 'এই সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে, তখন হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেইসঙ্গে অনেক বড় আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা এটি।'

পরিচালক রেদওয়ান রনি বলেন, 'সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। "দম" সিনেমায় এই গল্পটাই বলার চেষ্টা করছি।'

রেদওয়ান রনি এর আগে 'চোরাবালি' (২০১২) ও 'আইসক্রিম' (২০১৬) সিনেমা নির্মাণ করে আলোচিত হয়েছেন।

৭ বছরের বিরতি শেষে 'দম' নিয়ে আবার পর্দায় ফিরছেন এই পরিচালক।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

1h ago