কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় পেছাল

হাইকোর্ট
ফাইল ছবি

এ বছরের অক্টোবর মাসে আদালত অবমাননার দায়ে কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার সেই রায়ের বিরুদ্ধে সোহেল রানার আপিল আবেদনের রায় ঘোষণার কথা থাকলেও রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী বছরের ২৩ জানুয়ারি এই রায় ঘোষণা করা হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ এই ঘোষণা দিয়েছেন।

এর আগে ৬ ডিসেম্বর আপিল শুনানি শেষ হলে রায় ঘোষণার দিন হিসেবে ১২ ডিসেম্বর নির্ধারণ করেন আপিল বিভাগ।

১২ অক্টোবর আদালত অবমাননার দায়ে সোহেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন হাইকোর্ট। ২০২১ সালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও একটি মামলার বিচারকার্যক্রম অব্যাহত রাখায় এবং পরবর্তিতে তার দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।

সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন

৫ ডিসেম্বর সোহেল রানা আদালতের কাছে আবেদন জানিয়ে তার এসব 'অনিচ্ছাকৃত' কাজের জন্য  'নিঃশর্ত' ক্ষমা চান।

তিনি তার আইনজীবী প্রবীর নিয়োগী, শাহ মঞ্জুরুল হক ও মোহাম্মদ রাফিউল ইসলামের মাধ্যমে এই আবেদন জমা দেন।

সোহেলের ক্ষমা প্রার্থনা গ্রহণ, আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি এবং তার বিরুদ্ধে হাইকোর্টের রায় বাতিল করে তাকে 'ভালো জুডিশিয়াল অফিসার' হওয়ার সুযোগ দেয়ার আবেদন করেন আইনজীবীরা।

শুনানির সময় সোহেল রানা আপিল বিভাগের সামনে উপস্থিত ছিলেন।

১২ অক্টোবর সোহেলকে দোষী সাব্যস্ত করার পর তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

কারাদণ্ড দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই সোহেল রানার এক মাসের জামিন মঞ্জুর করেন আদালত।

একই দিন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সোহেলের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় ২১ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন।

২১ নভেম্বর আপিল বিভাগ চেম্বার বিচারপতির আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়িয়ে দেন।

Comments

The Daily Star  | English

‘Former anti-fascist allies now using autocratic tactics to block BNP’

Tarique says rivals fear party’s win, urges politics to be settled through votes

26m ago