ঢাকা-ময়মনসিংহ রেলপথ কেটে ফেলার অভিযোগ

মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরের বনখুড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ দূর্বৃত্তরা কেটেছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাত বগি লাইনচ্যুত হলে অন্তত একজন নিহত হয়েছেন।

নিহত আসলাম (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুরগি ব্যবসায়ী।

এ ছাড়াও, আহত হয়েছেন অন্তত ১০ জন।

ট্রেন দুর্ঘটনা
লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস। ছবি: স্টার

জয়দেবপুর জংশনের কর্মকর্তা সিরাজুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, 'গাজীপুরের বনখুড়িয়ায় দূর্বৃত্তরা রেললাইন কেটে দেওয়ায় মোহনগঞ্জ এক্সপ্রেসের সাত বগি লাইনচ্যুত হয়েছে।'

আজ বুধবার ভোররাত ৪টায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন ডেইলি স্টারকে বলেন, 'দুষ্কৃতিকারীরা রাতের কোনো এক সময় গ্যাস কাটার দিয়ে লাইন কেটে রাখে। গতকাল রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া চিলাই ব্রিজে আসা মাত্রই ইঞ্জিনসহ সাত বগি রেলপথের পাশের নিচু জমিতে পড়ে যায়।'

ট্রেন দুর্ঘটনা
গাজীপুরের বনখুড়িয়ায় লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস। ছবি: স্টার

তিনি আরও বলেন, 'রেললাইনের পাশের জঙ্গল থেকে ১২ কেজি ওজনের একটি ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বোতল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।'

ভাওয়াল গড় জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার ছবির হোসেন ডেইলি স্টারকে জানান, 'মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে। উদ্ধার কাজ চলছে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago