লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্ত গ্রামের রনি মিয়া (২২), একই উপজেলার সুজন চন্দ্র (২০) এবং হাকিম মিয়া (৩৭)।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দৈখাওয়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার বশির উল্লাহ জানান, দৈখাওয়া সীমান্তে মেইন সীমান্ত পিলার ৯০১ থেকে প্রায় ৩০০ মিটার ভারতের অভ্যন্তরে বান্নিগড়ায় ঘন কুয়াশার মধ্যে ভোর সাড়ে চার টায় ১৪-১৫ জন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশে গরু পারাপার করছিল। এসম ভারতের বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন চোরাকারবারির দুই জনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন অন্যান্যরা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সাংবাদিকদের জানান, তিনি বিষয়টি শুনেছেন। গুলিবিদ্ধ আহতদের বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

4h ago