নাপোলির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাই করছে বার্সেলোনা

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে হাইভোল্টেজ কোনো দ্বৈরথের সূচি নেই। ড্র শেষে যতটুকু উত্তেজনা তৈরি হয়েছে, সেটা কেবল বার্সেলোনা-নাপোলি ম্যাচকে ঘিরে। আর ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাই করছে বার্সা। এমনটা জানালেন স্প্যানিশ লা লিগার শিরোপাধারীদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

সুইজারল্যান্ডের নিয়নে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের শেষ ষোলোর ড্র। সেখানে নির্ধারিত হয়েছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের নকআউট পর্বের শুরুতে কে কার বিপক্ষে খেলবে। পরাশক্তিদের মধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে।

ড্র অনুষ্ঠানে কাতালানদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পর্তুগিজ ফুটবলার ডেকো। তিনি জানান নাপোলিকে নিয়ে সতর্ক থাকার কথা, 'আমাদের মতো তারাও (নাপোলি) লিগ চ্যাম্পিয়ন। আমার বিশ্বাস, আমাদের দুটি কঠিন ম্যাচ দেখতে পাব। চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্যের কোনো জায়গা নেই। আমরা (ইতালিয়ান) লিগ চ্যাম্পিয়ন নাপোলিকে নিয়ে কথা বলছি। তাদের মানসম্পন্ন অনেক খেলোয়াড় রয়েছে। ফুটবলে ভাগ্য নিয়ে কথা বলার কোনো মানে হয় না।'

গত মৌসুমের মতো ক্ষুরধার ফর্মে এবার অবশ্য নেই ভিক্টর ওসিমেন-খাভিচা কাভারাৎসখেলিয়াদের নাপোলি। লুসিয়ানো স্পালেত্তি তাদের দায়িত্ব ছেড়ে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে ছন্দ হারিয়েছে ক্লাবটি। লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা তাদের আর নেই বললেই চলে। সিরি আতে ১৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে আছে নাপোলি।

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের শেষ ষোলোতেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও নাপোলি। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বার্সা। নাপোলির মাঠে ১-১ গোলে ড্রয়ের পর নিজেদের আঙিনায় ৩-১ গোলে জিতেছিল তারা।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার প্রথম লেগ। এরপর মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় লেগ।

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago