বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক

Bangladesh vs New Zealand

প্রথম ওয়ানডেতে টস জিতলেও এবার টস ভাগ্য পক্ষে আসেনি নাজমুল হোসেন শান্তর। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরেও অবশ্য অখুশি নন শান্ত। সিরিজে ফেরার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

বুধবার নেলসনে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হারলেও রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় ব্যাট করার জন্য বেশ ভালো কন্ডিশন দেখছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। সিরিজ হার এড়ানোর মিশনে মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। আগের রাতে আইপিএলে চেন্নাই সুপার কিংসে দল পাওয়া বাঁহাতি পেসারের বদলে খেলছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। এছাড়া আফিফ হোসেনকে বসিয়ে খেলানো হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এটি তার প্রথম ওয়ানডে।

নিউজিল্যান্ড একাদশে এসেছে এক বদল। প্রথম ওয়ানডে খেলে বিশ্রামে চলে যাওয়া লেগ স্পিনার ইশ সোধির জায়গায় অভিষেক হয়েছে লেগ স্পিনার আদিত্য অশোকের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন, হেনরি নিকোলস, উইল ও'রোক, রাচিন রবীন্দ্র, আদিত্য অশোক, উইল ইয়াং।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago