বিশ্বব্যাপী সনি প্লেস্টেশন ফাইভ কনসোলের বিক্রি ৫ কোটি ছাড়াল

জাপানে সনির প্রধান কার্যালয়ে রাখা একটি প্লেস্টেশন ফাইভ কনসোল। ফাইল ছবি: এএফপি
জাপানে সনির প্রধান কার্যালয়ে রাখা একটি প্লেস্টেশন ফাইভ কনসোল। ফাইল ছবি: এএফপি

জাপানের অন্যতম প্রধান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান সনি জানিয়েছে, তাদের ভিডিও গেম কনসোল প্লেস্টেশন ফাইভের (পিএস৫) বিক্রি ৫ কোটি ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির মাঝে ২০২০ এর নভেম্বরে পিএস৫ এর যাত্রা শুরু হয়। শুরুতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের নানা বাধাবিপত্তি ও মাইক্রোচিপ সংকটের কারণে এর বিক্রি বিঘ্নিত হয়।

তা সত্ত্বেও, সনির আগের প্রজন্মের কনসোল পিএস৪ এর মতো পিএস৫ও তিন বছরের মাথায় একই মাইলফলক অর্জন করেছে।

সনি বলেছে, ভিডিও গেম খেলার কনসোলটির জন্য ২০২৩ ছিল সবচেয়ে অর্থবহ বছর।

নিউইয়র্কের এক দোকানে পিএস৫। ফাইল ছবি: রয়টার্স
নিউইয়র্কের এক দোকানে পিএস৫। ফাইল ছবি: রয়টার্স

সনি ইন্টার‍্যাকটিভ এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম রায়ান গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, 'পিএস৫ বাজারে আসার পর এবারই প্রথমবারের মতো শীতের ছুটির মৌসুমে সরবরাহ ঘাটতি থাকছে না। সুতরাং যারা এই কনসোল কিনতে চান, তারা সবাই কিনতে পারবেন।'

১৯৯৪ সালে প্রথম প্লেস্টেশন কনসোল বাজারে আসার পর সনি এই খাতের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়।

গেমিং খাতের উপদেষ্টা প্রতিষ্ঠান নিউজু জানিয়েছে, এ বছর কনসোল গেমিংয়ের মোট রাজস্বের পরিমাণ ছিল পাঁচ হাজার ৩০০ কোটি ডলার।

সনি জানিয়েছে, পিএস২'র বিক্রি ছিল সাড়ে ১৫ কোটি আর পিস৪ বিক্রি হয়েছে ১১ কোটি ৭০ লাখ।

 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago