দিন যতই যাচ্ছে নৌকার লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে: তৈমুর

তৈমুর
রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, দিন যতই যাচ্ছে নৌকা লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে। এখন পর্যন্ত মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আস্থা পাচ্ছে না।

শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, 'অনেকেই কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কি না, সেই প্রশ্ন করেন। সবাই বলছেন, কেন্দ্রে যদি ভোট হয় তাহলে আপনাকে ভোট দেবো।'

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, '২০১৮ সালে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল। তারা রাস্তায় রাস্তায় টহল দিয়েছে। তবে এবার এটা চাই না। সেনাবাহিনী যদি কেন্দ্রে অবস্থান করতে না পারে তাহলে জোরজবরদস্তি সিল মারা বন্ধ করা যাবে না। তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য।'

তার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তৈমুর।

তিনি বলেন, 'এমপির বাহিনী প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গোলযোগ সৃষ্টি করছে। মুড়াপাড়ায় ব্যানার-পোস্টার খুলে নৌকার পোস্টার লাগানো হয়েছে। বারবার প্রতিকার চাচ্ছি, কিন্তু প্রতিকার পাচ্ছি না। চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করব কীভাবে?'

তিনি আরও বলেন, 'সার্বিকভাবে যদি নিরাপত্তা না পাই তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, সেটার লক্ষণ দেখছি না। দিন যতই যাচ্ছে নৌকার লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে।'

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

6h ago